সোমবার ২৬ ডিসেম্বর ২০২২ - ১২:৫৯
হজরত ফাতিমা জাহরা (সা.)-এর তাসবিহ পড়ার ফল

হাওজা / হযরত ইমাম জাফর সাদিক (আ.) একটি রেওয়ায়েতে হযরত ফাতিমা জাহরা (সা.)-এর তাসবিহ পড়ার নির্দেশ করেছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনযায়ী, নিম্নলিখিত হাদিসটি "সাওয়াবুল আমাল" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম সাদিক (আ.) বলেছেন:

یا أَبَا هَارُونَ إِنَّا نَأْمُرُ صِبْیَانَنَا بِتَسْبِیحِ اَلزَّهْرَاءِ عَلَیْهَا السَّلاَمُ کَمَا نَأْمُرُهُمْ بِالصَّلاَةِ فَالْزَمْهُ فَإِنَّهُ لَمْ یَلْزَمْهُ عَبْدٌ فَیَشْقَى.

হে হারুন! যেভাবে আমরা আমাদের সন্তানদের নামায পড়তে আদেশ করি একইভাবে হজরত ফাতিমা জাহরা (সা.) এর তাসবিহ পাঠ করার নির্দেশ দেয়। তাই এই যিকিরটি ঘন ঘন পাঠ কর কারণ যে এটা মেনে চলে সে কখনই অসুখী হবে না।

(সাওয়াবুল আমাল খণ্ড ১ পৃ. ৩১৫)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha